আনন্দ-ফুর্তির জন্য বাড়ি থেকে বের হবেন না : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ
ছবি- এনএনবি বাংলা

 

সৌমিন খেলন : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন- ‘ঈদের নামাজ পড়বো। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সাথে সাথে মসজিদ ত্যাগ করবো। মুসাফাহা করবো না, কোলাকুলি করবো না।
যে নির্দেশ দেয়া আছে সেগুলো প্রতিপালন করবো। প্রত্যেক মসজিদে প্রয়োজনে একাধিকবার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন কোনো জায়গায়, কোনো শহরে-গ্রামে আনন্দ-ফুর্তি করার জন্য বাড়ি থেকে বের হবেন না। বা সাইড সিংয়ের জন্য ঘর থেকে বের হবেন না।’
করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক দিক বিবেচনায় তিনি আরও বলেন- ‘এবারের ঈদটা তোলা থাক, আনন্দ-ফুর্তি বাদ রাখি। ইনশাআল্লাহ এই করোনা দুর্যোগ অতিক্রম করার পর, পরবর্তী হতে পারে ঈদুল আজহার আগে যদি আমরা মুক্ত হতে পারি… সবাই মিলে, বিশ্বব্যাপী সেভেন বিলিয়ন পিপলস যদি সম্ভব হয় তবে আগামী ঈদুল আজহাকে উদযাপন করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *