সংবাদের খোঁজে আর বের হবেন না সাংবাদিক লিটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

এনএনবি বাংলা.কম

লিটন ধর গুপ্ত
ছবি- শিমুল মিলকি

নেত্রকোনা : সকাল থেকে রাত্রি অবধি সংবাদ সংগ্রহে রোদবৃষ্টি মাথায় নিয়ে ছুটে বেড়ান একজন স্থানীয় সংবাদকর্মী। বিনিময় বা প্রাপ্তির আশাটা যেখানে কেবলই তুচ্ছ! মূলত দায়িত্ববোধ আর পেশাকে নেশা করে নিয়েই স্থানীয় সংবাদকর্মীদের এই পথচলা।

সমাজের সেই ত্যাগী সংবাদকর্মীদেরই একজন নেত্রকোনার লিটন ধর গুপ্ত। আর সব সহকর্মীদের মতোই তিনিও সংবাদ সংগ্রহে বের হতেন প্রতিদিন। কিন্তু এখন থেকে আর বের হবেন না তিনি। কারণ তিনি নিজেই আজ সংবাদ। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন লিটন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জেলা শহরের সাতপাই এলাকার এ বাসিন্দা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

এদিন বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে মমেকে নিয়ে যাওয়া হয়। পেশাগত জীবনে তিনি দেশ টিভিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে নেত্রকোনার সাংবাদিক সমাজে চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *