‘সিনহা হত্যা নিয়ে অচিরেই ফলাফল জানাবে র‌্যাব’

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
কক্সবাজার : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন- সিনহা হত্যা নিয়ে তদন্ত শেষে অচিরেই ফলাফল জানাতে যাচ্ছে র‌্যাব।
তবে তদন্তের স্বার্থে বিশ্লেষণ বা খোলামেলাভাবে এ মুহূর্তে তিনি আর কিছু বলতেন চান না জানিয়ে তিনি বলেন- আমরা এ ঘটনায় বিভিন্ন তথ্য পাচ্ছি এসব একটার সঙ্গে আরেকটার মেলানো হচ্ছে।
হত্যাকান্ডটি নিয়ে দুই বাহিনীর সম্পর্ক নিয়ে র‌্যাব প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আরও বলেন- সম্পূর্ণ পেশাদার মনোভাব নিয়ে সিনহা হত্যার তদন্ত করছে র‌্যাব। দুই বাহিনীর মধ্যে কোনো ধরণের ভুল বুঝাবুঝি নেই।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে র‌্যাব প্রধান কক্সবাজারের শামলাপুর পুলিশ চেকপোস্ট পরিদর্শন সময়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এছাড়াও তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী ও আশ-পাশের লোকজনের মন্তব্য শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *