কলমাকান্দায় ভোক্তা আইনে ৬ প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম
ছবি – এনএনবি বাংলা
নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলার সহকারী পরিচালক মো. শাহ আলম এনএনবি বাংলাকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- ভোক্তা সেবা নিশ্চিত করতে জেলার বিভিন্নস্থানে নিয়মিত হাটবাজার নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে বুধবার কলমাকান্দার সিধলী বাজারে গিয়ে তিনি দোকানপাটে মানহীন আর মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করতে দেখেন।
পরে ভোক্তা অধিকার লঙ্গনের অপরাধে ৬ টি দোকানে বিভিন্ন অংকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন। এরই সাথে দোকানগুলোতে থাকা মানহীন আর মেয়াদোত্তীর্ণ চকোলেট, আইসললি, চিপস, চানাচুর, আঁচারসহ নানারকম খাদ্যসামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানকালে সাথে ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গণিসহ পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *