স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কালিসিমা থেকে নগদ টাকা ও বিভিন্ন প্রকার মাদকসহ চারজনকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) সকালে এনএনবি বাংলায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ- মাদককারবারীদের আটকের সময় তাদের কাছ থেকে ৩২ বোতল ফেন্সিডিল, ১০ বোতল স্কাফ, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫০,০০০ টাকা জব্দ করা হয়েছে।
এদিকে আটকরা হলো- বিজয়নগরের কালিসীমার সিদ্দিক মিয়া (৪০), বাবুল মিয়া (২০), মো. ইব্রাহিম মিয়া (১৯) ও সিমরাইল কান্দির মো. আশিকুল ইসলাম (২৮)। ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসাইন’র নেতৃত্বে শুক্রবার দিনগত রাত আড়াইটায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।