পদ্মাসেতুতে বসেছে ৩২ তম স্প্যান

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
পদ্মাসেতু
ছবি- এনএনবি বাংলা
ঢাকা : স্রোত ও পলির কারণে প্রথম দিন ব্যর্থ হলেও দ্বিতীয় দিন বসানো সম্ভব হয়েছে পদ্মাসেতুর ৩২ তম স্প্যানটি।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর
‘ওয়ান-ডি’ স্প্যানটি বসানো সম্পন্ন হয়। এরই সাথে দৃশ্যমান হয়ে গেলো এবার সেতুর ৪ হাজার ৮০০ মিটার।
এরআগের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯ ঘণ্টার ব্যর্থ চেষ্টার পর স্প্যান বসানোর কাজ স্থগিত করা হয়। কারণ সেদিন স্প্যানবহনকারী ক্রেনটি পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে নোঙর করতে পারেনি।
পদ্মাসেতু সূত্র জানায়, নতুন বছরের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য বাস্তবায়নে ডিসেম্বর মাসেই বাকি সব স্প্যানগুলো বসিয়ে দেওয়া হবে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু হয়।
এতে মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।নদীশাসনের রয়েছে সিনো হাইড্রো কর্পোরেশন
সেতুটি সম্পূর্ণ করতে প্রয়োজন হচ্ছে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব, ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাব, ৪২টি পিলার ও ৪১টি স্প্যান।কংক্রিট ও স্টিলের সমন্বয়ে তৈরি ৬ দশমিক ১৫ কিলোমিটারের দীর্ঘ, বহুমুখী এ সেতুর মূল আকৃতি হবে দোতলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *