শপিং ব্যাগে ৩০ বোতল ফেনসিডিল!

সৌমিন খেলন
এনএনবি বাংলা.কম
অভিযানে জব্দ ফেনসিডিল
ছবি- এনএনবি বাংলা
ব্রাহ্মণবাড়িয়া : ভাবখানা এমন ছিলো যেন যাত্রী ছাউনির নিচে বাসের অপেক্ষা করছেন তারা। আদতে ঘটনা কিন্তু তা নয়।
অপেক্ষা করছিলেন, মাদক ক্রেতাদের জন্য। একটি দুইটি নয় তাদের হাতের শপিং ব্যাগে ছিলো ত্রিশ বোতল ফেনসিডিল!
তবে দুর্ভাগ্য, বিক্রির আগ থেকে আশপাশে আবাল বেশে ঘুরপাক খাওয়া র‍্যাব সদস্যরা তাদেরকে করে নিলো গ্রেফতার।
সর্বনাশা মাদক ও দুই হাজার ৫০০ টাকাসহ বিক্রেতাদের ধরে সফল এ অভিযানটি পরিচালনা করেছেন র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প সদস্যরা। আশুগঞ্জের গোলচত্বর এলাকা থেকে এই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
তারা হলো- কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের মো. ফারুক আহম্মেদের ছেলে মো. হোসনে মোবারক সবুজ (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মন কাসাইর গ্রামের মো. মতি মিয়ার ছেলে মো. পিন্টু মিয়া (১৯)।
 
গ্রেফতারের পর তাদেরকে ভৈরব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন’র নেতৃত্বে পরিচালিত হয় মাদক বিরোধী এ অভিযান।
এনএনবি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন। তিনি জানান, যতোদিন মাদক থাকবে ঠিক ততোদিনে চলবে অভিযান। দেশ ধ্বংসের মুখে ঠেলে দিতে চাওয়া অপরাধীরা কেউ রেহাই পাবে না, শান্তিতে থাকতে পারবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *