ছিনতাইকালে অস্ত্রসহ ২ যুববকে ধরলো র‍্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম


কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলায় ছিনতাইকালে মো. আরিফিন সোহান ও মো. ইয়াসিন নামে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) সদস্যরা।

বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা পৌর শহরের একরামপুর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারী যুবকদের কাছ থেকে দুইটি ফোল্ডিং গিয়ার চাকু ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

ছিনতাইকারী আরিফিন কিশোরগঞ্জের হারুয়া চৌরাস্তা এলাকার লিটন মিয়ার ছেলে ও ইয়াসিন গাইটাল নামাপাড়ার হোসেন আলীর ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- একরামপুর ব্রীজের কাছে একটি মিষ্টির দোকানের সামনে আটক ছিনতাইকারী যুবকরা এক ব্যাক্তির ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করছে।

বিষয়টি খেয়াল করলে র‍্যাবের আভিযানিক একটি দল এগিয়ে গেলে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করেন। জব্দ করা হয় দুইটি ফোল্ডিং গিয়ার চাকু ও একটি পালসার মোটরসাইকেল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। এবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *