কবি টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
টোকন ঠাকুর
ঢাকা : তথ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় গ্রেফতারের পর কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে টোকন ঠাকুরের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন।
পরে আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান দুই হাজার টাকা মুচলেকায় কবিকে জামিন দেন। তবে এই জামিন আগামীকাল পর্যন্ত। আর কবিকে সেদিনই নিয়মিত আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
আজ জামিন হলেও একরাত শক্তিমান এই কবিকে থানা হেফাজতে থাকতে হয়। রোববার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করেছিলো নিউমার্কেট থানা পুলিশ।
কবির স্বপক্ষের আইনজীবী প্রকাশ বিশ্বাস এনএনবি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম কোর্ট) আদালতে কবি চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সরকারি অনুদানের ‘কাঁটা’ নামে চলচ্চিত্রটি সময়মতো মুক্তি দিতে না পারায় মামলা তথ্য মন্ত্রণালয়ের মামলায় পড়েন জনপ্রিয় কবি টোকন ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *