‘ট্রেনে কাটা পড়ার আগে রেললাইনে বসা ছিলো স্বামী-স্ত্রী!’

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
সংগৃহীত ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার
ঢাকা : যারা দেখেছেন তারা বলছেন ‘ট্রেনে কাটা পড়ার আগে স্বামী-স্ত্রী দুজনে দীর্ঘ সময় ধরে রেললাইনেই বসে ছিলেন’। কিন্তু তাদের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।
‘তবে চোখের পলকে কখন তারা দুজনেই ট্রেনে কাটা পড়ে মারা গেলেন কেউ টেরই পেলো না। নিহত হওয়ার পরেই বিষয়টি নজরে আসে।’ এমনই বলছেন যারা ঘটনাস্থলে থাকায় বিষয়টি দেখেছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় বনানীতে ট্রেনে কাটা পড়ে অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরী (৫০) নিহত হন।
সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এরআগে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন এনএনবি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত দম্পতির ছেলে অংকুর চৌধুরী মরদেহগুলো তার মা-বাবা’র বলে শনাক্ত করেছেন। তারা বাসাবো মায়াকানন এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *