একদিনে উপমন্ত্রীসহ ৫ এমপি’র করোনা সনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
প্রতীকী
ঢাকা : পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার (এমপি) এবং আরো পাঁচজন সংসদ সদস্যের করোনা সনাক্ত হয়েছে।
জাতীয় সংসদ ভবন স্বাস্থ্যকেন্দ্রে নমুনা পরীক্ষায় শনিবার (০৭ নভেম্বর) এই সদস্যদের শরীরে ভাইরাসটি সনাক্ত করা হয়।
আক্রান্ত বা সনাক্ত হওয়া বাকি পাঁচজন হলেন-ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম, পাবনা-৪ আসনের মো. নূরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের তাহমিনা বেগম এবং নাদিরা ইয়াসমিন জলি।
নমুনা পরীক্ষায় এই জনপ্রতিনিধিরা ছাড়াও গণমাধ্যমকর্মী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ পালনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সংসদের বিশেষ এই অধিবেশনে যাদের সংশ্লিষ্টতা রয়েছে প্রত্যেককে করোনা পরীক্ষা উদ্যোগ নেয়া হলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নমুনা সংগ্রহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *