ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
গ্রেফতার মাদ্রাসাশিক্ষক
কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদ্রাসা পড়ুুুয়া ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে মাদ্রাসার সহকারী ও আবাসিক শিক্ষক ক্বারী মোহাম্মদ শাহজালাল মাঝিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
পরে ‘জামিয়া ইসলামিয়া বাইতুন-নূর হাফিজিয়া মাদ্রাসা’র ওই শিক্ষকের বিরুদ্ধে শনিবার (১৪ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানায় মামলা হলে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
তিনি উপজেলার ধামতী(উত্তর পাড়া মাঝি বাড়ি) গ্রামের ছেলে।
স্থানীয়রা জানান, দেবিদ্বার নিউমার্কেট কলেজ রোডের একটি ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত মাদ্রাসাটি। সেখানে আবাসিক কক্ষে ৬ নভেম্বর রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ছাত্রকে বলাৎকারের অভিযোগের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ছাত্র ও অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রকে ওই শিক্ষক মারধর ও ভয়ভীতি দেখিয়ে বলৎকার করেন। এ ব্যপারে ছাত্র তার মা-বাবাকে জানালে বিষয়টি মাদ্রাসা পরিচালনা পর্ষদে গড়ায়। এরপরই পরিবারটি আইনের আশ্রয় নেন।
মাদ্রাসার প্রধান মাওলানা আবু সাঈদ সোহেল জানান, শিক্ষক শাহজালাল’র বিরুদ্ধে এরআগে কখনো এমন অভিযোগ আসেনি তবে ঘটনার সত্যতা পেলে তার সর্বোচ্চ বিচার দাবি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *