তিন বিচারকের পদোন্নতিসহ চার বিচারকের বদলি

নেত্রকোনার জেলা ও দায়রা জজ’র হাত থেকে সংবর্ধনা গ্রহণ করছেন সহকারী জাজ মাইসুমা সুলতানা ছবি- এনএনবি বাংলা

সৌমিন খেলন : নেত্রকোনা থেকে তিন বিচারকের পদোন্নতিসহ চার বিচারকের বদলি হয়েছে। এ উপলক্ষ্যে তাঁদেরকে দেয়া হয়েছে বিদায়ী সংবর্ধনা।

জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে
জেলা জজ আদালতের কনফারেন্স কক্ষে রোববার (১৫ নভেম্বর) দেয়া হয় এই সংবর্ধনা।

জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সহকারী জজ তানজিনা আক্তার ও মো. আরিফুল ইসলাম।

এদিকে যাদের জন্য আয়োজন, পদোন্নতি লাভ করা ও বদলি হওয়া বিচারকরা হলেন- সিনিয়র সহকারী জজ কোহিনুর আরজুমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক, মাহমুদুল ইসলাম ও সহকারী জজ মাইসুমা সুলতানা।

বিচারবিভাগ সূত্র জানায়, সিনিয়র সহকারী জজ কোহিনুর আরজুমান পদোন্নতি লাভ করে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে যাচ্ছেন মাদারীপুর।

পদোন্নতি লাভ করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক। এবার তিনি মাদারীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যনালের বিচারক।

মাহমুদুল ইসলাম তিনিও পদোন্নতি লাভ করেছেন। এবার তিনি খাগড়াছড়ি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ।

বদলি হয়েছেন সহকারী জজ মাইসুমা সুলতানা। তিনি যাচ্ছেন জুডিসয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বান্দরবান।

অপরদিকে বিচারক হিসেবে পাঁচ বছর পূর্ণ করায় সংবর্ধনা পেয়েছেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং।

বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ বাহাউদ্দিন আহমেদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক হারুন অর রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *