ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যাত্রীর পরিচয় পাওয়া গেলেও পাওয়া যায়নি অটোরিকশা চালকের পরিচয়। নিহত যাত্রী ফল ব্যবসায়ী জামাল উদ্দিন (৪২)। তিনি একই জেলার কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের বাসিন্দা আবু ছায়েদ’র ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাস শাহী পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৯) চট্রগ্রামের দিকে যাচ্ছিলো। পরে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রী কলেজের কাছে এসে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে (নোয়াখালী থ-১২-০৫০১) চাপা দেয়।
এতে অটোরিকশা চালকসহ ফল ব্যবসায়ী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে বাস রেখেই পলকে সটকে পড়ে ঘাতক বাসচালক। পরে বাসটি জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশ সদস্যরা।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইন-চার্জ জসিম উদ্দিন এনএনবি বাংলাকে জানান, মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।