গাড়িচালকসহ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
এনএনবি বাংলা.কম

প্রতীকী

ঢাকা : কর্মস্থলের পথে আততায়ীদের গুলিতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গাড়িচালকসহ নারী সাংবাদিক মালালা মাইওয়ান্দ নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইনিকাস টিভি এবং রেডিওতে কর্মরত ছিলেন।

দেশটিতে চলমান টার্গেট কিলিংয়ের ঘটনার শিকার হলেন এই সাংবাদিক ও গাড়িচালক মোহাম্মদ তাহির। তবে এই হামলা বা হত্যাকান্ডের পর এখন পর্যন্ত দায় স্বীকার করে মুখ খুলেনি কেউই।

মাইওয়ান্দ শুধু সাংবাদিকই নন, তিনি ছিলেন একজন সমাজকর্মী। তিনি নারী সাংবাদিকদের প্রতিকূলতা তুলে ধরে এর আগে বক্তব্য দিয়েছেন। পাঁচবছর আগে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন তার মা। তিনিও একজন সমাজকর্মীই ছিলেন। মায়ের পর এবার একইভাবে নিহত হলেন এই সাংবাদিক।

আফগানিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্ল্যাকে বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *