
মিজানুর রহমান : ছোটবোনকে টাকা দেয়ার দায়ে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় স্ত্রী-সন্তানকে নিয়ে নিজের বয়োবৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারপিট করেছে এক ছেলে।
এমনই অভিযোগে ছেলে আইনুলসহ তিনজনকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রিয়াজ উদ্দিন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি এনএনবি বাংলায় নিশ্চিত করেছেন, কিশোরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. আব্দুল আওয়াল।
তিনি জানান, বুধবার (০৬ জানুয়ারি) দিনগত রাতে থানায় অভিযোগটি করা হয়। এতে পুত্রবধূ আশিদা খাতুন, নাতি আতিকুলকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ থেকে জানা যায়, রিয়াজ উদ্দিন তার নিজের কিছু জমি একজনের কাছে গচ্ছিত রেখে বিনিময়ে কিছু টাকা এনে তার অভাবগ্রস্থ মেয়ে আঞ্জুয়ারাকে দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হন রিয়াজের বড় ছেলে আইনুল, পুত্রবধু আশিদা ও নাতি আতিকুল। পরে তারা সবাই মিলে রিয়াজ ও তার স্ত্রী আমেনাকে বেধড়ক মারধর করে। ঘটনা টের পেয়ে তাদেরকে উদ্ধার করেন স্থানীয় প্রতিবেশীরা।আহত অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
থানার অফিসার ইন-চার্জ আব্দুল আউয়াল আরো জানান, বুধবার দুপুরের এ ঘটনায় রাতে থানায় একটি অভিযোগ হয়। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।