
ঢাকা : বাইকটি ছিনিয়ে নিতে না পারার একপর্যায় ছিনতাইকারীরা পরপর দুইটি গুলি যুবকের কাঁধে ও পিঠে বিদ্ধ করে। যদিও গুলি ছুঁড়েছে তিনটি। এরমধ্যে যুুুুবকের শরীরে দুুুুটি গুলিবিদ্ধ হয়।
কিন্তু তাতেও কাজ না হওয়ায় যুবকের সাহসিকতার কাছে ছিনতাইকারীরা পরাজিত হয়ে শেষ অবধি ভয়ে নিজেরাই স্থান ত্যাগ করে পালিয়েছে। আর এদিকে প্রাণে বেঁচে গুলিবিদ্ধ অবস্থায় প্রিয় বাইকটি চেপে চার কিলোমিটার দূরে অভিযোগ নিয়ে থানায় হাজির হন ওই যুবক।
হ্যাঁ, হাওড়ার বীরশিবপুরের কাছে রোববার (১০ জানুয়ারি) দিনগত রাতে ঘটেছে ছিনতাইয়ের ভয়াবহ এই ঘটনা।
এতে আহত যুবক হলেন- পিনাকি দাস। পেশায় তিনি একজন ‘ইঞ্জিনিয়ার’ বলে জানিয়েছে পুলিশ।
থানায় পৌঁছনোর পরেই তাকে পুলিশ সদস্যরা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ও পরে কলকাতা মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালে পাঠান।
পুলিশ আরো জানিয়েছে, উলুবেড়িয়া থানা পুলিশ যুবকের অভিযোগ গ্রহণ করে এবার ছিনতাইকারীদের খোঁজ করছেন।
তথ্য সংগ্রহ – ভারতীয় সংবাদমাধ্যম