‘সহজ নয় নেত্রকোনায় ডিবিদের চোখ এড়ানো’

ইয়াবাসহ গ্রেফতার মাদক বিক্রেতারা | ছবি- এনএনবি বাংলা

সৌমিন খেলন : ‘নেত্রকোনায় ডিবি’র কয়েকজন অফিসার আছে তাদের চোখ এড়ানো এতো সহজ নয়। ধরছে এইবার আরো একটারে, সাড়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ। খুব খুশি হইছি আমরা।’

মাদক বিক্রেতা গ্রেফতারের খবর জেনে উল্লাসের স্বরে এভাবেই নিজেদের মনের আনন্দের ভাষা প্রকাশ করছিলেন মাদক বিরোধী নাগরিকরা।

জেলার গোয়েন্দা (ডিবি) অভিযানে পূর্বধলায় ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মানিক ও মো. রাশেদ নামে দুই মাদক বিক্রেতা হয়েছে গ্রেফতার।

উপজেলার বৈরাটি ইউনিয়নে উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, তপন বাকালি ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  মশিউল হক’র চৌকস টিম অভিযান পরিচালনা করেন।

পরে ইউনিয়নের জিগাতলা এলাকার দিলশাদ ভিলার সামনে থেকে সাড়ে পাঁচশো ইয়াবা ট্যাবলেটসহ আভিযানিক দলটি মাদক বিক্রেতাদের করেন গ্রেফতার।

পরে খবরটি জানাজানি হলে আনন্দে নিজেদের মনের উপরোক্ত কথাগুলো ঢালছিলেন, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার সচেতন কয়েকজন বাসিন্দা।

তারা বলেন, ‘কয়েকজন মিলে জ্বালাইয়া ফেলছিলো এলাকাগুলো। দুনিয়াতে কাজের অভাব আছে? চরিত্র খারাপ মানুষ, তাদের ইয়াবাই বেচতে হবে!’

গ্রেফতার মানিক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাউরি পাড়া এলাকার মৃত বরণ খাঁ’র ছেলে এবং মো. রাশেদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম  চাম্বলমুন্সি খালি এলাকার মৃত আবুল কালাম আজাদ’র ছেলে।

ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতারের বিষয়টি এনএনবি বাংলাকে নিশ্চিত করেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুনসী।

স্থানীয়রা মনে করেন, সংশ্লিষ্ট থানা-পুলিশ সদস্যরা আরো কর্ম তৎপর হলে মাদক বিক্রেতারা আতংকে থাকবেন। কমবে তাদের মাদক বিক্রির দৌরাত্ম্য।

মাদক বিক্রেতারা গ্রেফতার হলে নিরপরাধ সাধারণ মানুষ আর ভুক্তভোগী পরিবারগুলো সাময়িক রেহাই পান বলে দাবি করেন এলাকাবাসী। তবে কদিন পর ছাড়া পেয়ে বাইরে এসে তারা শুরু করে ফের মাদক বিক্রি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *