বিচার বিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে নেত্রকোনায় ‘চ্যাম্পিয়ন’ হলেন যারা

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম (ডানে) ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান (বামে) | ছবি- এনএনবি বাংলা
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম (ডানে) ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান (বামে) | ছবি- এনএনবি বাংলা

সৌমিন খেলন : নেত্রকোনায় বিচার বিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।

পুরুষ দলের খেলায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান চ্যাম্পিয়ন হন।

অপরদিকে নারী দলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আলাউদ্দিন মুন্নি ও সহকারী জজ তানজিনা আক্তার চৌধুরী।

এরআগে এক আনন্দমুখর পরিবেশে সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে প্রতিযোগিতা মূলক এ খেলার উদ্বোধন করেন, জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।

উল্লেখ্য, প্রতি বছরই শীতের শুরুতেই শুরু হয় বিচার বিভাগীয় এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের শীতেও তার ব্যত্তয় ঘটেনি। বিজ্ঞ বিচারকরাও মনে করেন, সুস্থ দেহ সুন্দর মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

এছাড়াও মানুষকে বিভিন্ন অপরাধ ও অবসাদ থেকে দূরে রাখতে পারে খেলাধুলা। মানুষ নিজেকেসহ একটি রাষ্ট্রকে খেলাধুলার মাধ্যমেও সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে রাখতে পারেন উল্লেখযোগ্য ভূমিকা। তাই প্রত্যেকের একটি নির্দিষ্ট সময়ে খেলাধুলা করা উচিৎ। অন্তত নিজেকে সুস্থ রাখতে হলেও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *