এভরিথিং ওকে : সিআইডির পুলিশ সুপার

পুলিশ হাসপাতালে টিকা নিচ্ছেন পুলিশ সুপার এসএম আশরাফুল আলম | ছবি এডিট – এনএনবি বাংলা

সৌমিন খেলন : দেশব্যাপী চলছে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাদান কর্মসূচি। বিভিন্ন পর্যায় থেকে নারী-পুরুষ সকলেই গ্রহণ করছেন এই টিকা।

করোনা প্রতিরোধ বা পরিস্থিতি মোকাবেলায় জননিরাপত্তায় শুরু থেকেই মাঠেঘাটে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। তারাও এবার করোনা ভাইরাসের টিকা নিচ্ছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টিকা নিয়েছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিপিসির বিশেষ পুলিশ সুপার এস.এম আশরাফুল আলম।

রাজারবাগ পুলিশ লাইস হাসপাতালে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন।

করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর মাঠপর্যায়ে রাতদিন নিরলস কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। মানুষকে বুঝিয়ে ঘরে ফেরানোর পাশাপাশি কর্মহীন অসহায়দের মুখে নিজ হাতে খাবার তুলে দিয়েছেন তিনি।

যেখানে নমনীয় আর মানবিক হওয়ার কথা সেখানে তাই হয়েছেন। বিপরীত দিকে যতটুকু কঠোর হওয়ার তিনি সেই ভূমিকাতেও হয়েছেন অবতীর্ণ।

টিকা নেয়ার পর এনএনবি বাংলাকে তিনি বলেন, নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে একে একে সবাইকে টিকা নিতে হবে। টিকা গ্রহণের পর শারীরিক কন্ডিশন সম্পর্কে তিনি আরো বলেন, কোনো ধরণের সমস্যা নেই। এভরিথিং ওকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *