জাহাজ আটকে শ্রমিক ও ব্যবসায়ীদের মাথায় হাত

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে নদীর পানি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে নাব্য সংকট।পণ্যবাহী বড় কোনো জাহাজ বন্দরে ভিড়তে পারছে না।

পরিস্থিতিতে পেশা অনুযায়ী ঘাট ইজারাদার থেকে শুরু করে ব্যবসায়ী এমনকি শ্রমিকরা প্রত্যেকেই চরম ক্ষতির সম্মুখীন।

চট্টগ্রাম, খুলনা, মংলাসহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে পণ্য উঠানামা হয় বন্দরটিতে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরটি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ নদী বন্দর। অথচ এটিই নাব্য সংকটে পড়েছে আর সৃষ্টি হয়েছে এমন ক্ষতির পরিস্থিতির।

বড় জাহাজ চলাচলে ১০-১২ ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও গত মাস থেকে বর্তমান সময় পর্যন্ত নদীতে ৫-৭ ফুট রয়েছে পানির গভীরতা!

শ্রমিকরা জানান, বড় জাহাজ ভিড়তে না পারায় কর্মহীন হয়ে পড়ছেন তারা। কাজ নেই বললেই চলে।

বড় জাহাজ ভিড়তে না পারায় দূর থেকে ছোট লাইটার জাহাজে করে পণ্য আনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বন্দর ইজারাদার।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদী খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে নাব্য সংকট কেটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *