নবনির্বাচিত কাউন্সিলর হত্যা মামলায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার

চট্টগ্রাম : নির্বাচিত হয়েছেন তবে জয়ের আনন্দ করতে পারেননি তিনি। কারণ, তার আগেই নির্বাচন সহিংসতার একটি মৃত্যুর ঘটনায় হাতে পড়েছে তার পুলিশের হাতকড়া।

হত্যার অভিযোগে ঢুকতে হয়েছে তাকে থানা হাজতে। শেষ পর্যন্ত হত্যা মামলার প্রধান আসামি হয়ে এবার তিনি সরাসরি গ্রেফতার।

ব্যক্তিটি হলেন, পটিয়া পৌরসভা নির্বাচনে ৮  নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল।

নির্বাচনের দিন অর্থাৎ রোববার (১৪ ফেব্রয়ারি) দুপুরে কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান ও সরওয়ার কামাল সমর্থকদের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ।

এতে মান্নান’র ভাই আবদুল মাবুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক সরওয়ারকে আটক করা হয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এনএনবি বাংলাকে পটিয়া থানার অফিসার ইন-চার্জ রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকের পর রাতে হত্যা মামলা দায়ের হলে সেই মামলায় সরওয়ারকে এবার দেখানো হয়।

মামলাটিতে নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালকে প্রধান এবং আরো সাতজনের নাম উল্লেখসহ ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করেছেন নিহতের ভাই পরাজিত  মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *