ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ছবি – পিআইডি

ঢাকা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন করেছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহ্ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর পক্ষে মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১ টা ৫৯ পেরিয়ে ঘড়িতে যখন ২১ ফেব্রুয়ারি (রোববার) রাত ১২ টা ১ মিনিট তখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অপরদিকে শহীদ মিনারে সশরীরে উপস্থিত হয়ে দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেনসহ মন্ত্রিপরিষদের সদস্যরা ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক এক করে শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *