কয়েকঘন্টা পর আমেরিকায় শুরু হচ্ছে ‘নেত্রকোনার বাতিঘর’

অনলাইন ডেস্ক
এনএনবি বাংলা.কম

আমেরিকায় কবি কামরুজ্জামান স্মরণ অনুষ্ঠান ‘নেত্রকোনার বাতিঘর’

ঢাকা : বাংলাদেশ সময় রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় আমেরিকায় শুরু হবে কবি ও সংগঠক অধ্যাপক কামরুজ্জামান স্মরণ অনুষ্ঠান ‘নেত্রকোনার বাতিঘর’।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের রেডিও চ্যানেল এফএম-৭৮৬।

অনুষ্ঠানে আমেরিকা থেকে সাংবাদিক হাসানুজ্জামান সাকী ও নেত্রকোনা থেকে সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান সঞ্চালনা করবেন।

এতে কবির বড় ছেলে দায়ানসহ নেত্রকোনা ও ঢাকা থেকে আমন্ত্রিত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বিশিষ্টজনরা অংশ নেবেন। এছাড়াও চাইলে যেকেউ ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়ে ব্যক্ত করতে পারবেন কবিকে নিজের স্মৃতিকথা বা দর্শন।

বাংলাদেশ সময় যখন রাত ১০ টা তখন ইস্টার্ন টাইম (যুক্তরাষ্ট্র ও কানাডা) সময় বেলা ১১টায় চলবে এ স্মরণ অনুষ্ঠান।

অংশগ্রহণে আগ্রহীরা চাইলে নিচের লিঙ্ক ব্যবহার করে যুক্ত হতে পারেন অনুষ্ঠানে-

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3713945041?pwd=Q0RXV1ZDUVpEbllkVjJBYmI1b1ovdz09
Meeting ID: 371 394 5041
Passcode: netrokona

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *