কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় সিএনজির ২ যাত্রী নিহত

দুর্ঘটনা কবলিত দুমড়েমুচড়ে পড়া সিএনজি | ছবি- এনএনবি বাংলা

আকিব হৃদয় : কিশোরগঞ্জ জেলায় ট্রাক্টর চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো তিনজন।

রোববার ( ১৪ মার্চ) বিকেলে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজীরগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াইল উপজেলার রাউত ইউনিয়নের ভাওয়াল গ্রামের আজিদ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান বাবুল (৫২) ও দামিহা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে দিলোয়ার হোসেন (২২)।

আহতরা হলেন- সিএনজি চালক বাদল, যাত্রী পপি ও মো. আলীকে। তাদের প্রত্যেকের বয়স পয়ত্রিশ বছরের ভিতরে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ আবু বকর সিদ্দিক এনএনবি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাড়াইল থেকে যাত্রীবাহী একটি সিএনজি কিশোরগঞ্জ যাচ্ছিল। হাজীরগল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটে এই দুর্ঘটনা।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে দিলোয়ার হোসেন মারা যান। অপরদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বাবুল। ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *