কিশোরগঞ্জে অর্ধশত বাড়িঘর আগুনে পুড়ে ছাই

আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর | ছবি- এনএনবি বাংলা

মো. মিজানুর রহমান : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত বাড়িঘর পুড়ে ছাই হয়ে পড়েছে। এতে ক্ষয়ক্ষতিও হয়েছে পঞ্চাশ লাখ টাকারও অধিক ; ক্ষতিগ্রস্ত পরিবারের এমনটাই দাবি।

বুধবার (২৪ মার্চ) দুপুর ১ টায় উপজেলার পুটিমারী কালিকাপুর লাল জুম্মা মাঝাপাড়া গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১ টায় ওই এলাকার আফছার আলী’র ছেলে জাহিদুল’র বাড়িতে বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে।

এতে ওই পরিবারসহ আশপাশের আরো পঞ্চাশটির মতো ঘরে আগুন লেগে আসবাবপত্রসহ স্বর্ণালস্কার ও নগদ অর্থ পুড়ে আনুমানিক অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

কিশোরগঞ্জ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মকবুল হোসেন এনএনবি বাংলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *