রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

দুর্ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া মাইক্রোবাস

রাজশাহী : বাস, মাইক্রোবাস এবং সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ রাজশাহীতে সতেরজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন রয়েছেন নারী ও দুইজন শিশু।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে নগরীর কাঁটাখালিতে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। পরে আহতদেরকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।

কাটাখালি এলাকায় দুপুরে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস, বিপরীত দিক আসা মাইক্রোবাস এবং সিএনজি চালিত ইমার সঙ্গে হয়ে যায় ত্রিমুখী সংঘর্ষ!

এতেই হয়ে যায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আগুনে ধরে গেলে মাইক্রোবাসের এগারোজন পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও কয়েকজন আহত হন।

মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হওয়া হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রশিদ জানান, ফায়ারসার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক হাসপাতাল চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *