শতাধিক যাত্রী নিয়ে ডুবেছে লঞ্চ : কালবৈশাখীতে উদ্ধার কাজ ব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

প্রতীকী হিসেবে ব্যবহৃত ছবি

নারায়ণগঞ্জ : শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাবিতা আল হাসান নামে একটি লঞ্চ ডুবে গেছে।

বিপরীত দিক থেকে আসা অপর একটি লঞ্চের ধাক্কায় রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওই নদীতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধার কাজের চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। তবে কালবৈশাখী ঝড়ের কারণে নদী ফুলেফেঁপে উঠায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্জ কবির হোসেন জানান, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে চলাচলকারী রাবিতা আল হাসান লঞ্চটি দুর্ঘটনার আগে টার্মিনাল থেকেই ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।

পরে মুন্সিগঞ্জ টার্মিনালে যাবার আগেই শীতলক্ষ্যা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে এবং ডুবে যায় রাবিতা আল হাসান।

কবির হোসেন আরো জানান, খবর পেয়েছি কিন্তু কালবৈশাখীর ঝড়ে নদী উত্তাল হয়ে উঠার কারণে দুর্ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে কিছু যাত্রী উদ্ধার হয়েছে তাদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *