শেষ চব্বিশ ঘন্টায় ৩৯ পুরুষ ও ২৪ নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

ছবি- এনএনবি বাংলা

ঢাকা : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ চব্বিশ ঘন্টায় ৩৯ জন পুরুষ ও ২৪ জন নারী অর্থাৎ দেশে প্রাণ হারিয়েছেন তেষট্টি আক্রান্ত। মৃত্যু ছাড়াও এসময়ে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন।

শেষ চব্বিশ ঘন্টায় তেষট্টি জনসহ শুরু হওয়া ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ৯ হাজার ৪৪৭ এবং আক্রান্ত ৭ হাজার ৬২৬ জন। নমুনা পরীক্ষা হয়েছিল ৩৪ হাজার ৬৩০ টি। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এবার ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (০৭ এপ্রিল) বিকেলে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৪ হাজার ৬৫৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *