প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় আইসিইউতে কবরী

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় অবশেষে দেশবরেণ্য অভিনেত্রী কবরীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে তাকে নেয়া হয়।

এরআগে কবরীর শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে তার আইসিইউর সাপোর্ট প্রয়োজন বলে জানান, ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

তখন তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কবরীকে দ্রুত আইসিইউতে নেয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল পর্যন্ত খালি অবস্থায় কোনো আইসিইউ পাওয়া যায়নি।

যদিও শেষ রাত থেকেই অভিনেত্রীর অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, কবরীর সহকারী নূর উদ্দিন।

তখন তিনি কবরীর চিকিৎসার সাপোর্টের জন্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। সোমবার (০৫ এপ্রিল) দুপুরে কবরী’র করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *