ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
পটুয়াখালী : ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যে পটুুয়াখালীতে দশ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রি শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষের সুবিধার্থে রোববার থেকে এ কার্যক্রম শুরু করে জেলা খাদ্য অধিদপ্তর।
চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়ে উদ্দিন, পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক বি.এম শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. দেলোয়ার আকন, ওএমএস ডিলার মো. ফোরকান প্রমুখ।
বিক্রয় কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এনএনবি বাংলাকে জানান, জেলায় ইতোমধ্যে ১ লাখ ১৮ হাজার লোককে প্রধানমন্ত্রীর ঘোষিত খাদ্য তালিকায় আনা হয়েছে। এছাড়াও এখন আবার বিশেষ সহায়তার ওএমএস চাল বিতরন কার্যক্রম শুরু হলো।
প্রতি সপ্তাহে নিযুক্ত ডিলারের মাধ্যমে নির্দিষ্ট স্থানে তিন দিন এ চাল বিক্রি হবে। প্রতি সপ্তাহে জেলায় ৬ হাজার পরিবারের মধ্যে এ চাল বিক্রি করা হবে। প্রতিটি পরিবার সরকারের এ সহায়তায় সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন।