ছাত্রলীগ নেতা শাওন’র দৃষ্টিতে রাজনীতি

গরীব-দুঃখীদের হাতে ইফতার তুলে দিচ্ছেন ছাত্রলীগ নেতা শাওন | ছবি এডিট – খান সোহেল

রহমান অভি : রাজনীতি নিয়ে অনেকেই অনেকভাবে ভাবতে পারেন। কারণ, ভিন্ন জনের ভিন্ন দৃষ্টি আর ভিন্ন একেকজন মানুষের নীতি আদর্শ।

বিষয়টি শুধু রাজনীতিতে সীমাবদ্ধ তা কিন্তু নয়। জগৎসংসারে প্রতিটি ক্ষেত্রেই। অন্তত এটা আমার দর্শন।

রাজপথ চষে বেড়িয়ে গরীব-দুঃখী মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করতে গিয়ে কথাগুলো বলছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন। তিনি জেলা হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

শুক্রবার (২৩ এপ্রিল) ইফতার পূর্ব মুহূর্তে শাওন শহরের বিভিন্ন স্থান ঘুরে নিজ হাতে ইফতার ও মাস্ক বিতরণ করেন।

এসময় রাজনৈতিক নিজের মতাদর্শ নিয়ে এভাবেই গণমাধ্যমে কথাগুলো তুলে ধরেন তিনি।

করোনা সংক্রমণ এড়াতে কোনো জনসমাগম না করে শাওন রমজান শুরু থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরেঘুরে ইফতার বিতরণ করে যাচ্ছেন।

শাওন জানান, রাজনীতি বলতে তিনি মানবিকতা আর মানসেবা বুঝেন। মানুষকে ভালোবেসে সুখেদুখে পাশে থেকে মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কোনো রাজনীতি হতে পারে না।

অহংকার, লোভ আর হিংসা পরিহার করে মানুষের হৃদয়ে ঠাঁই করে নেয়ার চেয়ে বড় কোনো সফলতা নেই মানবজীবনে। অন্তত এই কয়েকটি বিষয় টার্গেট করে জীবনের শেষদিন পর্যন্ত রাজনীতিতে থাকতে চান বলেও মন্তব্য করেন ছাত্রলীগ নেতা শাওন।

ইফতার বিতরণকালে ছাত্রলীগ নেতা শাওন’র সাথে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুসারীরা উপস্থিত ছিলেন।

শহরের শাহ্ সুলতান সড়ক, কুরপাড়, বনুয়াপাড়াসহ বিভিন্ন স্থানে গরীব-দুঃখী তথা ফুটপাত অবলম্বন করে বেঁচে থাকা মানুষের মুখে ইফতার তোলে দেন শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *