মানুষকে সচেতন করতে এসেছে রাজা-রাণী ও জল্লাদ

মানুষকে সচেতন করতে এসেছে রাজা-রাণী ও জল্লাদ | ছবি- এনএনবি বাংলা

অভিজিৎ শান্ত : করোনা সংক্রমণ রোধে সচেতনতার নেই কোনো বিকল্প। জনসাধারণকে সচেতন করতে এবার মাঠে নেমেছে রাজা-রাণী ও জল্লাদ।

ভিন্ন কৌশলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সচেতনতা কার্যক্রমের সুফল পেতে অভিনব প্রচারণা চালাচ্ছে নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন।

একাত্মতা জানিয়ে এমন আয়োজনকে স্বাগত জানিয়ে কাজ করে যাচ্ছে নেত্রকোনা জেলা প্রশাসন।

সচেতনতা সৃষ্টিতে শুক্রবার (০৭ মে) জেলা শহরের বিভিন্ন জায়গায় মহুয়া থিয়েটারের আয়োজনে এক পথনাটক অনুষ্ঠিত হয়।

নাটকে রাজা-রাণী, প্রজা ও জল্লাদ সাজিয়ে প্রতীকী অস্ত্র নিয়ে নানা ভিন্ন এক কৌশলে অভিনয়ের মাধ্যমে মানুষকে সচেতন করেন
শিল্পীরা।

করোনার ভয়াবহতা তুলে ধরতে পথনাটকে জল্লাদকে আজরাইলের ভূমিকায় উপস্থাপন করা হয়। লকডাউনে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যতিক্রমী প্রয়াশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংস্কৃতিকর্মী নীলম বিশ্বাস রাতুল এনএনবি বাংলাকেন জানান, করোনার মহামারী বিবেচনায় এই প্রচারণা আরও আগে থেকেই করা উচিত ছিলো। করোনা থেকে মুক্তি যেহেতু মিলছেই না সহজে সেক্ষেত্রে মাস্ক পড়তেই হবে। সচেতনতা সৃষ্টিতে সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মহুয়া থিয়েটারের সদস্য অনিক কুমার সাহা এনএনবি বাংলাকে বলেন, আমরা মনে করি মানুষকে যেকোনো কিছু সহজে বুঝানোর জন্য নাটক একটা শক্তিশালী মাধ্যম। আর মানুষকে সহজে বুঝানোর জন্য আমরা যাত্রার আঙ্গিকে আজকের প্রচারণা চালিয়ে যাচ্ছি।

যেন সহজেই মানুষের মনে দাগ কাটতে পারে। আশা করছি সবাই সচেতন হয়ে মহামারীর আপদকালীন এ সময় মোকাবেলা করবো। করোনা থেকে মুক্তি আমাদের হবেই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *