জামিন পেলেন সাংবাদিক রোজিনা : পাসপোর্ট জমার আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

ঢাকা : অবশেষে জামিন পেয়েছেন প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম।

রোববার (২৩ মে) ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালত ৫ হাজার টাকার বন্ডে সাংবাদিকে জামিন দেন। এরই সাথে জমা দিতে বলা হয়েছে তার পাসপোর্ট।

বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলাম’র জামিন শুনানি হলে রোববার (২৩ মে) আদেশ দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, সোমবার (১৭ মে) সাংবাদিক রোজিনা ইসলাম’র বিরুদ্ধে সচিবালয় থেকে করা হয় করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগ।

অনুমতি ছাড়া ছবি তোলার এ অভিযোগে সচিবালয়ে রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা সময় ধরে রাখা হয় আটক। পরে তাকে শাহবাগ থানা পুলিশে দেয়া হয়। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সিব্বির আহমেদ ওসমানী সাংবাদিকের বিরুদ্ধে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনে মামলা করেন।

পরে ওই মামলায় মঙ্গলবার (১৮ মে)রোজিনা ইসলাম’র বিরুদ্ধে পুলিশ রিমান্ড চাইলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম’র আদালত তা খারিজ করে সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে দেশজুড়ে করা হয়েছে মানববন্ধন ও সড়ক অবরোধের মতো নানা কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *