সকাল থেকে বন্ধ থাকছে দূরপাল্লার বাস চলাচল

সিনিয়র করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

সকাল থেকে বন্ধ থাকছে দূরপাল্লার বাস চলাচল | ছবি- এনএনবি বাংলা

ঢাকা : হঠাৎ করে বেড়ে যাওয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে বুধবার (৩০ জুন) মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সোমবার (২১ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘোষিত সাত জেলার লকডাউন বাস্তবায়নে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। মূলত লকডাউনের আওতাধীন জেলাগুলো এড়িয়ে ঢাকায় বাস প্রবেশ অসম্ভব। অতএব লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশ মোতাবেক বুধবার (৩০ জুন) পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার বাস চলাচল।

ঘোষিত লকডাউনের আওতাধীন সাত জেলা হচ্ছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জ। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *