ট্রাকচাপায় ঢাকায় ২ জনের মৃত্যু, সীতাকুণ্ডে গুলিতে নিহত ট্রাকচালক

 

নিউজ ডেস্ক
এনএনবি বাংলা.কম

ট্রাকচাপায় ঢাকায় ২ জনের মৃত্যু, সীতাকুণ্ডে গুলিতে নিহত ট্রাকচালক

ঢাকা : রাজধানী ঢাকার গুলিস্তানে জাকির ও শাকিল নামে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। অপরদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিতে নিহত হয়েছেন আব্দুর রহমান নামে এক ট্রাকচালক।

ট্রাকচাপায় মারা যাওয়া জাকির ও শাকিল গুলিস্তানের একটি হোটলের কর্মচারী ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত গভীররাতে হোটেলের ময়লা ফেলতে গিয়ে রাস্তা পারাপারের সময় দু’জনই ট্রাকচাপায় মারা যান।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজী আশরাফুল হক জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয় দুই মরদেহ।

এদিকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন, শুক্রবার (১৬ জুলাই) ভোরে আব্দুর রহমান নামে এক ট্রাকচালক গুলিতে নিহত হয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজ এলাকায় ঘটেছে হত্যাকান্ডের এ ঘটনা।

আব্দুর রহমান ছিলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার বশির মিয়ার ছেলে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, কি কারণে কে বা কারা চালক রহমানকে গুলি করেছে সে বিষয়ে এখনই সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

তদন্ত করলে হত্যাকান্ডের মূল মোটিভ বলা যাবে। গুলিবিদ্ধ নিথর মরদেহটি গুলিবিদ্ধ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএনবি বাংলা/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *