করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু : আইজিপি’র শোক

নিউজ ডেস্ক
এনএনবি বাংলা.কম

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু : আইজিপি’র শোক

ঢাকা : করোনা ভাইরাসে (কোভিড-১৯) রাঙামাটি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব’র মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ৩৩তম বিসিএসের একজন সদস্য।

করোনায় এই ফ্রন্টলাইনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শোকবার্তায় তিনি আহসান হাবীবকে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান কর্মকর্তা ছিলেন বলে উল্লেখ করেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারাল বলেও মন্তব্য করেন আইজিপি।

এরই সাথে তিনি হাবীব’র আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহসান হাবীব’র মৃত্যু হয়।

দশদিন যাবত অর্থাৎ মঙ্গলবার (৬ জুলাই) থেকে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন।

আহসান হাবীব ছাড়াও জনস্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করতে গিয়ে ১০১ পুলিশ সদস্য এখন পর্যন্ত নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হাবীব’র মরদেহ বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল তিনটায় সেখানেই অনুষ্ঠিত হবে জানাজা। পরে পারিবারিক কবরস্থানে মরদেহটি দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *