কঠোর লকডাউন : কঠোর ভূমিকায় বারহাট্টা প্রশাসন

উপজেলা করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম

কঠোর লকডাউন : কঠোর ভূমিকায় বারহাট্টা প্রশাসন | ছবি- এনএনবি বাংলা

বারহাট্টা (নেত্রকোনা) : করোনা সংক্রমণ ঠেকাতে আবারো শুরু হয়েছে কঠোর লকডাউন। শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬ টা থেকে শুরু হওয়া কঠোর এই লকডাউন বাস্তবায়নে নেত্রকোনায় মাঠে নেমেছে বারহাট্টা উপজেলা প্রশাসন।

পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মাজহারুল ইসলাম বিভিন্ন স্থান ঘুরে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে নিচ্ছেন আইনগত ব্যবস্থা।

তিনি এনএনবি বাংলাকে জানান, কঠোর থেকে কঠোরতর লকডাউন শুরুর দিবসের শুরুতেই মাঠে জোরদার প্রশাসন। বিধিনিষেধ যারা অমান্য করছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও জরিমানা করা হচ্ছে।

কঠোর লকডাউন : কঠোর ভূমিকায় বারহাট্টা প্রশাসন | ছবি- এনএনবি বাংলা

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ০৫ আগস্ট পর্যন্তই কঠোর অবস্থানে থাকবে প্রশাসনে দায়িত্বরা। যেমন শুরু দিন থেকেই দেখানো হয়েছে কঠোরতা। শুক্রবার সকাল থেকেই বারহাট্টার বিভিন্ন জায়গা ঘুরে মামলা ও জরিমানা করা হয়।

উপজেলার কাচা বাজার, আসমা বাজার, গোপালপুর বাজার ও অতীতপুর বাজারে দোকানপাট খোলা রাখাসহ মাস্কবিহীন অযথা বাহিরে বেরোবার দায়ে ৬ জনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আলভি, সংশ্লিষ্ট থানার অফিসার ইন-চার্জ মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *