১৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতাকে আটক করলো ভৈরব র‍্যাব

নিউজ ডেস্ক
এনএনবি বাংলা.কম

১৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতাকে আটক করলো ভৈরব র‍্যাব

ঢাকা : মাদক বিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চৌদ্দ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ সদস্যরা।

মঙ্গলবার (০৩ আগস্ট) র‍্যাবের পক্ষ থেকে এনএনবি বাংলায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, চৌদ্দ কেজি গাঁজা ও নগদ ২ হাজার টাকাসহ আটকরা হলো- মো. ফজলুল হক (৫৫) ও মো. অন্তর আহমেদ জয় (২১)।

তাদের মধ্যে ফজলু সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের মৃত সায়েদ আলী’র ছেলে এবং জয় হচ্ছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব শহরের দক্ষিণপাড়ার মো. রিপন মিয়া’র ছেলে।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সেখান থেকে আরো জানা যায়, মঙ্গলবার ভোররাত পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিপুর উত্তরপাড়া দারুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সামনের অভিযানে নামেন সিপিসি-৩ আভিযানিক দলের সদস্যরা।

পরে গাঁজা ও টাকাসহ ফজলুল এবং জয় নামের দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। তারা এ-ও জানিয়েছেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে সম্পৃক্ত দু’জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *