প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ঘরে থাকুন, আমরা পৌঁছে দেবো আপনার খাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

এনএনবি বাংলা.কম

পটুয়াখালী : চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে পটুয়াখালীবাসীকে ঘরে থাকার কথা বলেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলাম চৌধুরী।

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানের উদ্ধৃতি দিয়ে জেলাবাসীকে উদ্দেশ্য করে এসময় তিনি আরো বলেন- আপনার খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার ঘরে আমরা পৌঁছে দেবো খাবার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কাজী আবুল কাশেম স্টেডিয়ামে কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্য খাদ্য সহায়তা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম এনএনবি বাংলাকে জানান- ইতোমধ্যে জেলার ১ লাখ ১৮ হাজার ১৮০ জনকে প্রধানমন্ত্রীর ঘোষিত খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *