করোনায় একদিনে ভারতে প্রাণ হারালো ৯২৬ জন !

আন্তর্জাতিক ডেস্ক
এনএনবি বাংলা.কম
কোভিড-১৯ ভাইরাসের মহামারিতে শেষ চব্বশি ঘন্টার ব্যবধানে ভারতে ৯২৬ আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে শনিবার (১০ অক্টোবর) এ তথ্য তুলে ধরেছে। ওই প্রতিবেদনে জানা যায়, দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৩ হাজার ২৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্য সুস্থ ৮২ হাজার ৭৫৩ জন।
ভাইরাসে আক্রান্তের প্রথম সারিতে রয়েছে রাজ্য মহারাষ্ট্র। মারা গেছেন মোট ৩৯ হাজার ৭৩২ জন। পরে অন্ধ্রপ্রদেশ। মৃত্যু ৬ হাজার ১৫৯ জন। কর্ণাটক। মৃত্যু ৯ হাজার ৭৮৯ জন। তামিলনাড়ু। মৃত্যু ১০ হাজার ১২০ জন। উত্তরপ্রদেশ। মৃত্যু ৬ হাজার ২৯৩ জন। দিল্লি। মৃত্যু ৫ হাজার ৬৯২ জন। পশ্চিমবঙ্গ । ৫ হাজার ৫০১ জন। কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থান নিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *