না ফেরার দেশে ব্যারিস্টার রফিক-উল হক, অনুষ্ঠিত প্রথম জানাজা

স্টাফ করেসপন্ডেন্ট
এনএনবি বাংলা.কম
ব্যারিস্টার রফিক-উল হক
ঢাকা : পরিবারসহ শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মগবাজার এলাকার আদ্-দ্বীন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এনএনবি বাংলাকে এমন তথ্য নিশ্চিত করেন।
খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পরে অনুষ্ঠিত হয় তারই হাতে গড়া আদ-দ্বীন হাসপাতালে। এরপর নিজ বাসভবনে মরদেহটি নিয়ে যাওয়া হয়।
এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা ও দুপুর দুইটার দিকে সুপ্রিম কোর্টে তৃতীয় জানাজা হবে। সবশেষে বনানী কবরস্থানে আইনজীবীর মরদেহ দাফন করা হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক ভিডিও বার্তায়ও চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। তিনি উল্লেখ করেছিলেন, সঙ্কটাপন্ন থাকায় (ব্যারিস্টার রফিক-উল হক) স্যারকে গণ স্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী দেখে গিয়েছেন।
প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ছিলেন সাবেক এ অ্যাটর্নি জেনারেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *