মুগ্ধপাঠে লেখক-পাঠকের হাতে ‘হিজল কুসুম’

‘হিজল কুসুম’ পাঠ উন্মোচন অনুষ্ঠান

সৌমিন খেলন : কি নেই! কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, লোক-সাহিত্য ও সংস্কৃতি, গল্প আরো রয়েছে ৭১ এর বিভীষিকাময় দিনগুলোর ইতিহাস। সবই লিপিবদ্ধ করেছে ‘হিজল কুসুম’।

করোনার টালমাটাল পরিস্থিতিতে দুঃশ্চিতা থেকে কিছু সময়ের জন্য হলেও অন্তত কিছুটা স্বস্তি এনে দিবে চমৎকার এই প্রকাশনা।

নেত্রকোনা থেকে সাহিত্য ধর্মী কাগজটি করেছেন অধ্যাপক কবি ননী গোপাল সরকার। জেলা শহরসহ দূরদূরান্তের লেখকদের লেখায় সমৃদ্ধ করেছে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘হিজল কুসুম’।

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় সম্পাদকের বাসভবন আর্যগৃহে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রকাশনার পাঠ উন্মোচন অনুষ্ঠান।

এতে ‘হিজল কুসুম’ পত্রিকাটির লেখকরা উপস্থিত হয়ে স্বরচিত কবিতা, নিবদ্ধ, প্রবন্ধ, গল্প পাঠ করেন এবং লেখক কপি বুৃঝে নেন।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ছড়াকার শ্যামলেন্দু পাল, কবি অধ্যাপক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা কবি আবদুল কাদির, মদন মহিলা কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন, মৃণাল কান্তি চক্রবর্তী, হিজল কুসুম ত্রৈমাসিক পত্রিকার প্রকাশক আর্যব্রত সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *